আমুদরিয়া নিউজ : ফরাসি কৃষকরা ইউরোপীয় ইউনিয়নের দক্ষিণ আমেরিকার দেশগুলির সঙ্গে হওয়া বাণিজ্য চুক্তির প্রতিবাদে প্যারিসে বিক্ষোভ শুরু করেছে। তারা উদ্বিগ্ন যে মার্কোসুর ব্লকের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি ইইউতে সস্তা খাদ্য আমদানি বাড়াবে এবং স্থানীয় কৃষকদের জন্য ক্ষতিকর হবে। কৃষকরা পুলিশ চেকপয়েন্ট অতিক্রম করে শহরের গুরুত্বপূর্ণ রাস্তা ও স্মৃতিস্তম্ভের চারপাশে অবরোধ সৃষ্টি করেছে। পরিবহনমন্ত্রী জানিয়েছেন, সকালের ব্যস্ত সময়ের আগে পশ্চিম শহরতলির এলাকা এবং নরম্যান্ডি থেকে প্যারিসে আসা মহাসড়কগুলোতে দীর্ঘ যানজট তৈরি হয়েছে। ট্রাক্টর বিক্ষোভ শহরের চলাচল কঠিন করেছে।