আমুদরিয়া নিউজ: মাদকের নেশা ছাড়ানোর জন্য বাড়ির লোকেরা নেশামুক্তি কেন্দ্রে পাঠিয়েছিলেন সচিনকে। উত্তরপ্রদেশের গাজ়িয়াবাদের বাসিন্দা ওই যুবককে তাঁর পরিবারের লোকেরা হাপুরের একটি নেশামুক্তি কেন্দ্রে পাঠিয়ে দিয়েছিলেন। কিন্তু সেখানে গিয়ে নতুন নেশার ফাঁদে পড়লেন তিনি। মদ বা মাদক নয়, খাওয়া শুরু করেন স্টিলের চামচ, দাঁত মাজার ব্রাশ থেকে পেন। ওই যুবকের পেটে খুব যন্ত্রণা শুরু হয়। তাঁকে হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। চিকিৎসকেরা অস্ত্রোপচার করে পেটের ভিতর থেকে ২৯টি স্টিলের চামচ, দাঁত মাজার ১৯টি ব্রাশ এবং পেন বের করেছেন। সচিনের দাবি নেশামুক্তি কেন্দ্রে পর্যাপ্ত খাবার দেওয়া হত না। সেই কারণেই তাঁকে স্টিলের চামচ, দাঁত মাজার ব্রাশ থেকে পেন খেতে হয়েছে। যদিও চিকিৎসকদের মোট সচিন মানসিক সমস্যার কারণে এমন আচরণ করেছেন।