আমুদরিয়া নিউজ : পাইকপাড়া এলাকায় জাল জন্ম ও মৃত্যু সনদ তৈরি চক্রের পর্দাফাঁস করল পুলিশ। গ্রেফতার হয়েছে সুব্রত ঘোষ ওরফে লিটন নামে এক যুবক। জানা গেছে, সে গত চার বছর ধরে অনলাইনে দোকান চালাত। কিন্তু সেই দোকানের আড়ালে চলছিল জাল সনদপত্র বানানোর কাজ। দার্জিলিং জেলার খড়িবাড়ি ও ফাঁসিদেওয়া থানার যৌথ অভিযানে বুধবার রাতে এই চক্র ধরা পড়ে। পুলিশের হাতে ধৃতের দোকান থেকে উদ্ধার হয়েছে কম্পিউটার, ল্যাপটপ, রেটিনা স্ক্যানার, থাম্প স্ক্যানার, পেন ড্রাইভ, প্রিন্টার এবং সরকারি দপ্তরের দশটি নকল সিল। পুলিশ জানিয়েছে, এই চক্রের মাধ্যমে বিভিন্ন মানুষকে ভুয়ো জন্ম ও মৃত্যু শংসাপত্র পাইয়ে দেওয়া হতো। ধৃতকে আদালতে তোলা হবে। পুলিশ এখন তদন্ত করছে, এর সঙ্গে আরও কারা জড়িত এবং এই নথিগুলি কোথায় কোথায় ব্যবহার হয়েছে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।