আমুদরিয়া নিউজ : জাপানের একটি গাড়ির যন্ত্রাংশ তৈরি কারখানায বৃহস্পতিবার সকালে বড় মাপের বিস্ফোরণ হয়েছে। তাতে অন্তত ১ জনের মৃত্যু হয়েছে। বেশ কয়েকজন জখম হয়েছেন। মধ্য জাপানের টয়োটা নগরী বলে খ্যাত জায়গায় চুও স্প্রিং কোম্পানির কারখানায় এই বিস্ফোরণের ফলে আগুন লেগে যায়।