আমুদরিয়া নিউজ : শুক্রবারের নামাজ পড়ার সময় মসজিদের মধ্যে বিস্ফোরণ ঘটল। ৭ নভেম্বর বেলা ১টা নাগাজ ঘটনাটি ঘটেছে। ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় উত্তরাংশে কেলাপা গাডিং এলাকার একটি মসজিদের ঘটনা। এখনও অবধি ৫৪ জন জখম হওয়ার খবর মিলেছে্। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। সে দেশের পুলিশ জানিয়েছে, আহতদের মধ্যে অনেকের শরীর ঝলসে গিয়েছে। ওই ঘটনায় কে বা কারা যুক্ত তা এখনও স্পষ্ট নয়। ইন্দোনেশিয়ার পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলের নমুনা সংগ্রহ হচ্ছে। শীঘ্রই সূত্র মিলবে।