আমুদরিয়া নিউজ : সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের রাজধানী বঙ্গুইতে সম্প্রতি ট্রান্সফর্মার ফেটে বিস্ফোরণ হয়। সে সময়ে ভয়ে পড়ুয়ারা পরীক্ষার হল ছেড়ে পালাতে হুডো়হুড়ি করে। তখন পদপিষ্ট হয়ে অন্তত ২৯ জনের মৃত্যু হয়। আহতের সংখ্যা দুই শতাধিক। গত বুধবারের ওই ঘটনায় এখনও অনেকে এখনও হাসপাতালে।