আমুদরিয়া নিউজ: এসআইআরের কাজে সাম্মানিক ছাড়াও বিএলও-দের উৎসাহ ভাতা দেবে রাজ্য সরকার। ইতিমধ্যেই এই বিষয়ে সিইও দপ্তর থেকে রাজ্য অর্থ দপ্তরের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে। কমিশন সূত্রে খবর, বিএলও-দের উৎসাহ ভাতা বাবদ ৬০০০ টাকা দেওয়া হবে। তার মধ্যে ১০০০ টাকা ফোনের খরচ হিসাবে ধরা হয়েছে। এসআইআর-এর কাজে খরচ হচ্ছে মোবাইলের ডেটা। সেই নিয়ে অসন্তোষ প্রকাশ করেন বিএলও-দের একাংশ। এরপরেই সাম্মানিকের সঙ্গেই উৎসাহ ভাতার কথা ঘোষণা করা হল। বিএলও-রা আগে সাম্মানিক হিসেবে প্রতি বছর ৬০০০ টাকা পেতেন। এবার তা বৃদ্ধি করে ১২০০০ টাকা করা হচ্ছে। সব মিলিয়ে মোটা অঙ্কের টাকা হাতে পাচ্ছেন তারা।