আমুদরিয়া নিউজ: বীরভূমের সিউড়ির এক এসআইআর ক্যাম্পে তৈরি হল উত্তেজনা। স্থানীয় সূত্রে জানা গেছে, তৃণমূলের অঞ্চল সভাপতি বলরাম বাগদির বিরুদ্ধে গ্রামের কিছু মানুষ অভিযোগ করতে শুরু করেন। এই নিয়েই দু’পক্ষের মধ্যে তর্ক বাঁধে, পরে তা হাতাহাতিতে পরিণত হয়। সেই সভায় উপস্থিত ছিলেন সাংসদ শতাব্দী রায়ও।
পরিস্থিতি সামলাতে সাংসদ শতাব্দী রায় বলরাম বাগদিকে তাঁর গাড়িতে তোলেন। এতে জনতার রাগ আরও বেড়ে যায়। লাঠি–বাঁশ নিয়ে কিছু লোক দৌড়ে আসে। শুরু হয় অস্থিরতা, কেউ জুতো ছোঁড়ে তার গাড়িকে লক্ষ্য করে । মুহূর্তে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। তবে শতাব্দী রায় ঘটনাটি অন্যভাবে ব্যাখ্যা করেছেন। তাঁর দাবি, “এই অশান্তি তৃণমূলের নয়। বিজেপি আর সিপিএমের লোকজন এসে বিক্ষোভ করেছে। এর কোনও প্রভাব ভোটে পড়বে না।”