আমুদরিয়া নিউজ: গণবিদ্রোহের জেরে নেপালের প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিতে বাধ্য হয়েছেন কেপি শর্মা ওলি। তাঁর ব্যক্তিগত বাসভবনেও আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল। এর পর একে একে নেপালের প্রাক্তন এবং বর্তমান একাধিক মন্ত্রীর বাড়িতে আগুন দেয় উত্তেজিত জনতা। দেশের অর্থমন্ত্রীকে তাড়া করা হয় রাস্তার মাঝে। বিক্ষোভকারীদের হাত থেকে রেহাই পেলেন না নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রী ঝালানাথ খানালও। মঙ্গলবার কাঠমান্ডুর ডাল্লুতে প্রাক্তন প্রধানমন্ত্রী ঝালানাথ খানালের বাসভবনে আগুন ধরিয়ে দেয় বিদ্রোহীরা। সেইসময় বাসভবনের ভিতরে ছিলেন খানালের স্ত্রী রাজ্যলক্ষ্মী চিত্রকর। আগুনে পুড়ে তিনি গুরুতর জখম হন। তাঁকে কীর্তিপুর বার্ন হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে তাঁর মৃত্যু হয়েছে। খানাল ২০১১ সালের ফেব্রুয়ারি থেকে ওই বছরের অগস্ট পর্যন্ত প্রধানমন্ত্রী পদে ছিলেন।
