আমুদরিয়া নিউজ: প্রয়াত হলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা প্রবীণ কংগ্রেস নেতা আবু হেনা। রবিবার রাতে সল্টলেকে নিজের বাড়িতে তাঁর মৃত্যু হয়। বয়স হয়েছিল ৭৫ বছর। বেশ কিছু দিন ধরে অসুস্থ ছিলেন আবু। বার্ধক্যজনিত কারণেই তাঁর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। পেশায় আইনজীবী আবু হেনা ১৯৯১ সাল থেকে একটানা ৩০ বছর লালগোলা কেন্দ্র থেকে কংগ্রেস বিধায়ক হিসেবে নির্বাচিত হন। ২০১১ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রথম মন্ত্রিসভায় তিনি সংখ্যালঘু উন্নয়ন দফতরের মন্ত্রী হন। তবে পরবর্তীতে কংগ্রেস, সরকার থেকে সমর্থন তুলে নিলে তিনিও মন্ত্রিত্ব ছাড়েন। ২০২১ সালে বিধানসভা নির্বাচনে তিনি কংগ্রেসের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। সেবার তিনি তৃণমূলের প্রার্থী মুহাম্মদ আলির কাছে প্রথম পরাজিত হন। তিনি বর্তমান মুর্শিদাবাদ জেলা কংগ্রেস কমিটির সভাপতি ছিলেন। কংগ্রেস নেতার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে রাজনৈতিক মহলে। আবুর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন কংগ্রেস ওয়ার্কিং কমিটির সদস্য তথা প্রাক্তন সাংসদ অধীর চৌধুরী। জানা গিয়েছে সোমবার তাঁর দেহ কলকাতা থেকে লালগোলায় নিয়ে যাওয়া হবে। সেখানেই তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে।
