আমুদরিয়া নিউজ: ২০২২ সালে নির্বাচনে হেরে প্রতিদ্বন্দ্বী লুইজ ইনাসিও লুলা দা সিলভাকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রের অপরাধে ব্রাজিলের প্রাক্তন প্রেসিডেন্ট জাইল বলসোনারোকে ২৭ বছর ৩ মাসের কারাদণ্ড দিয়েছে ব্রাজিলের সুপ্রিম কোর্ট। বলসোনারোর বিরুদ্ধে অভিযোগ ছিল, ২০২২ সালে নির্বাচনে হেরে যাওয়ার পর নতুন সরকারকে ক্ষমতাচ্যুত করার চেষ্টা করেন তিনি। জনগণের রায় বদলে দিতে এবং বামপন্থী সিলভার সরকার ফেলতে ব্রাজিলে সেনা অভ্যুত্থানের চেষ্টা হয়। সেই নির্দেশ দিয়েছিলেন প্রাক্তন রাষ্ট্রপতি বলসোনারো। তাঁর বিরুদ্ধে যে ৫টি অভিযোগ উঠেছিল সবকটিতেই দোষী সাব্যস্ত হন তিনি। এই অবস্থায় গত বৃহস্পতিবার ব্রাজিল সুপ্রিম কোর্টের ৫ সদস্যের বেঞ্চ বলসোনারোকে সাজা শোনায় যেখানে ২৭ বছর ৩ মাসের কারাদণ্ড দেওয়া হয় প্রাক্তন প্রেসিডেন্টকে। যদিও এই সাজার বিরুদ্ধে আবেদন করার সুযোগ রয়েছে প্রাক্তন প্রেসিডেন্টের হাতে। আদালতের রায় সামনে আসার পর মনখারাপ তাঁর বন্ধু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। ট্রাম্প সমাজ মাধ্যমে ক্ষোভ জানিয়ে লেখেন, “আমি ওনাকে খুব ভালো করে চিনি। আমি জানি উনি ব্রাজিলের সবচেয়ে ভালো প্রেসিডেন্ট। সেখানে এমন রায়ে সত্যিই আমি বিস্মিত। অত্যন্ত ভালো মানুষ বলসোনারো একজন দক্ষ প্রশাসকও। আদালতের এই নির্দেশ ব্রাজিলের জন্য অত্যন্ত খারাপ খবর।”
