আমুদরিয়া নিউজ: সেনাকে নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের বিরোধিতায় এবার ধর্নায় বসতে চান সেনাবাহিনীর প্রাক্তন আধিকারিকরা। তাঁরা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। আগামী সোমবার মেয়ো রোডে তাঁদের ধর্নায় বসার অনুমতি দিয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। গত সোমবার তৃণমূলের প্রতিবাদ কর্মসূচির মঞ্চ খুলে দিয়েছিল সেনা। মঞ্চ খোলার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে দাঁড়িয়েই সেনার বিরুদ্ধে সরব হয়ে মমতা বলেন, সেনাবাহিনী নয়, পিছনে আছে বিজেপি পার্টি এবং তাঁদের সরকার। মমতার অভিযোগ, প্রায় ২০০ সেনাকর্মী তাঁকে দেখে ছুটে পালায়। তাঁর দাবি, সেনারা রাজনৈতিক চাপে কাজ করেছেন, ব্যক্তিগতভাবে তাঁদের দোষ নেই। কিন্তু মুখ্যমন্ত্রীর এই মন্তব্যে বিতর্ক দানা বাঁধে।
