আমুদরিয়া নিউজ : যাঁরা কথায় কথায় আমেরিকার মতো পশ্চিমী দেশের উন্নতির কথা তুলে আনেন। আমেরিকা কত উন্নত বলে বোঝানোর চেষ্টা করেন। অথবা আমেরিকার মতো পশ্চিমী বিশ্বের স্বঘোষিত হিরো দেশের নাগরিকরা যখন উন্নয়নশীল অথবা গরিব দেশগুলির নানা পরিকাঠামো নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্য করেন, তখন হয়তো চুপ করে তাকতে হয়। কিন্তু, সাত দিন পেরিয়ে গেলেও আমেরিকার মতো মহা উন্নত দেশ কেন লস অ্যাঞ্জেলসের দাবানল নিয়ন্ত্রণে আনতে পারল না সেই প্রশ্নের সুষ্ঠু জবাব মেলে না।
আমেরিকার সংবাদ সংস্থা কখনও দাবি করছে, এই দাবানল ভয়াবহ হয়ে উটেছে টর্নেডোর বাতাসের জন্য। সে জন্য দাবানল নেভানো যাচ্ছে না। তা হলে আমেরিকার মতো দেশের আগুন নেভানোর বিশাল পরিকাঠামো কেন দাবানলকে বাগে আনতে পারছেন না! আসলে গোটা দুনিয়ার প্রায় সব দেশেরই যে সমস্যা, আমেরিকাও সেই সমস্যাতেই ভুগছে। সেখানে সরকারে াকা দল নিজের রাজনৈতিক লাভের দিকেই বেশি নজর দিচ্ছে। ফলে, দেশে আপৎকালীন পরিস্থিতিতে মানে বন্যা, দাবানল, ভূমিরম্পে যাতে উদ্ধারকারী কর্মীর অবাব না হয় সে দিকে নজর নেই। প্রতি বিভাগেই প্রচুর শবন্যপদ রয়েছে আমেরিকাতেও।
যেখানে আগুন লেগেছে সেই ক্যালিফোর্নিয়াতে পর্য়াপ্ত দমকল কর্মী নেই সে কতা আক্ষেপ করে বলতে শোনা। যাচ্ছে সেখানকার অফিসারদের। জেলবন্দিদের কড়া পাহারায় আগুন নেভানোর কাজে লাগানো হচ্ছে। পর্যাপ্ত হেলিকপ্টার নেই। যা দিয়ে আগুন নেভানোর কাজে গতি আসতে পারে।
সবচেয়ে মারাত্মক অভিযোগ হল, জল নেই। পর্যাপ্ত জলই পাচ্ছেন না দমকলকর্মীরা। এ রকম জল না থাকায় আগুন নেভাতে সমস্যার কথা আমাদের শোনা কথা। আমরা হামেশাই শুনি দমকলের গাড়ি ভাঙচুর হয়েছে। জল না থাকায় আগুন মার্তামক হয়েছে। তা বলে আমেরিকায় আগুন নেভানোর মতো যথেষ্ট নেই! ভাবা যায়! এই হল সবচেয়ে উন্নত দেশের আগুন নেভানোর পরিকাঠামো!
হয়তো তাই ডোনাল্ড ট্রাম্পকে বলতে শোনা গিয়েছে, ক্যালিফোর্নিয়ার স্থানীয় প্রশাসক সম্পূর্ণ অপদার্থ।
ভিডিও লিংক: https://youtu.be/u8iYydINueA
একটা ব্যাপার অনেক বলতে পারেন, যেখানে আগুন লেগেছে সেখান থেকে প্রশান্ত মহাসগর তো বেশি দূরে নয়। তা হলে জলের অভাব হবে কেন! মনে রাখবেন সমুদ্রের জল ব্যবহার করে আগুন নেভালে তার ফল হতে পারে মারাত্মক। কারণ, সমুদ্রের জলে যে পরিমাণ নুন থাকে তা আগুন নেভানোর পরে মাটিতে মিশে যাবে। ফলে সেই মাটিতে বহু বছর কোনও চাষবাস, গাছপালা হবে না। সেই এলাকায় খাদ্য সঙ্কট দেখা দিতে পারে।
তার উপরে যে সব যন্ত্রে ওই জল আনা হবে, যে সব যন্ত্রে তা ব্যবহার করে নেভানো হবে, নুনের কারণে সব সরঞ্জাম দ্রুত খারাপ হয়ে যাবে। এ সব তত্য আমেরিকার প্রশাসন, বিজ্ঞানীরা জানেন না তা হতে পারে না।
তা হলে আগুন নেভানোর ব্যবস্থা পর্য়াপ্ত করা হয়নি কেন! সবচেয়ে বড় ব্যাপার দাবানল প্রবণ এলাকায় নজরদারির ব্যবস্থা এত খারাপ কেন! দাবানল শুরু হলেই কেন খবর মিলবে না। স্মোক ডিটেক্টর সংবেদনশীল এলাকায় কম কেন!
আসলে আমেরিকা মানেই যে সব পেয়েছির দেশ নয়, সেটাই কিন্তু প্রমাণ হয়ে গেল।