আমুদরিয়া নিউজ: রুদ্ধশ্বাস লড়াইয়ে লর্ডস টেস্ট জিতে নিয়েছে ইংল্যান্ড। পাঁচ টেস্টের সিরিজ়ে ২-১ ব্যবধানে এগিয়ে রয়েছেন স্টোকসেরা। ভারত-ইংল্যান্ড চতুর্থ টেস্ট শুরু হবে ২৩ জুলাই থেকে ম্যানচেস্টারে। তার জন্য ১৪ জনের দল ঘোষণা করে দিল ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। চতুর্থ টেস্টের দলে দু’টি পরিবর্তন হয়েছে। বাঁ হাতের আঙুলে চিড় ধরায় ভারতের বিরুদ্ধে বাকি দু’টি টেস্ট খেলতে পারবেন না শোয়েব বশির। তাঁর পরিবর্ত হিসাবে ইংল্যান্ড দলে নিয়েছে লিয়াম ডসনকে। এ ছাড়া চোট সারিয়ে দলে ফিরেছেন জোরে বোলার গাস অ্যাটকিনসন।