আমুদরিয়া নিউজ :টেসলার সি ই ও ইলন মাস্কের বিরুদ্ধে মামলার কথা ভাবছে মেক্সিকো সরকার। কারণ, সম্প্রতি ইলন মাস্কের স্পেস এক্সের মঙ্গলগ্রহ মুখী পরীক্ষামূলক যান ধ্বংস হয়। তার ভগ্নাংশ আছড়ে পড়ে মেক্সিকোর একটি সমুদ্র সৈকতে। যেখানে বিরল প্রজাতির কচ্ছপের বসবাস। ওই সি বিচে বিপন্ন প্রজাতির কেম্পের রিডলে সামুদ্রিক কচ্ছপ ডিম পাড়ে। কিন্তু, গত ২ জুলাই, বুধবার মেক্সিকান পরিবেশ ও প্রাণী সুরক্ষা গোষ্ঠী সেখানে তদারকি করে দেখতে পায়, আধ কিলোমিটার এলাকা জুড়ে এক টনেরও বেশি ধ্বংসাবশেষ মিলেছে। তার মধ্যে রয়েছে স্পঞ্জের মতো প্লাস্টিক, কর্ক-টেক্সচার্ড রাবার, স্পেস এক্স চিহ্নযুক্ত অ্যালুমিনিয়ামের টুকরো এবং বিভিন্ন ধরণের প্লাস্টিকের প্যাকেজিং।
এবং সেখানে আরও বহু ভগ্নাংশ পড়ে আছে।
অনুসন্ধানকারী সংস্থার চিকিৎসক জেসুস এলিয়াস ইবারা বলেছেন, যে রকেট আছড়ে পড়ার কম্পনের ফলে ডিম ফোটানোর প্রক্রিয়া ব্যাহত হতে পারে। তিনি উল্লেখ করেছেন যে বালি ঘন হয়ে গেছে, যার ফলে আনুমানিক ৩০০টি বাচ্চা তাদের বাসা থেকে বেরিয়ে আসতে পারেনি।
তাই মেক্সিকান সরকার ঘোষণা করেছে যে তারা আন্তর্জাতিক আইনের অধীনে স্পেসএক্সের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথা ভাবছে।

মঙ্গলগ্রহ মুখী যান ধ্বংসে বিপন্ন কচ্ছপ, মামলার মুখে এলন মাস্ক
Leave a Comment