আমুদরিয়া নিউজ: নেপালের অন্তর্বর্তী সরকারের সম্ভাব্য প্রধান হিসাবে উঠে এল আরও এক নাম! শোনা যাচ্ছে, প্রাক্তন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার কুল মান ঘিসিং নেপালের অন্তর্বর্তী সরকারের হাল ধরুন, এমনটাই চাইছেন আন্দোলনকারীরা। ৫৪ বছরের কুলমান ঘিসিং দেশের দীর্ঘ দিনের ‘লোডশেডিং’ বা বিদ্যুৎ বিভ্রাট সংকট মেটানোর জন্য সর্বাধিক পরিচিত। একসময় প্রতিদিন প্রায় ১৮ ঘণ্টা বিদ্যুৎহীনতায় ভুগত নেপাল। সেই পরিস্থিতিতে বিদ্যুৎ বোর্ডের হাল ধরেন ঘিসিং। মেটান দেশের বিদ্যুৎসঙ্কট। এ বার সেই ঘিসিংকেই প্রধানমন্ত্রী পদের জন্য বেছেছে ‘জেন-জ়ি’। বৃহস্পতিবার দুপুরে সংক্ষিপ্ত এক বিবৃতিতে তাঁর নাম জানিয়েছেন আন্দোলনকারীরা। এর আগে হাজার হাজার তরুণ সমর্থক সুশীলা কার্কিকেই অন্তর্বর্তী প্রধানের আসনে দেখতে চাইছিলেন। কিন্তু বিভিন্ন সূত্রে খবর মিলেছে, আন্দোলনকারীদের একাংশ মনে করছেন, বয়সজনিত কারণে সুশীলা এই পদের জন্য উপযুক্ত নন। তা ছাড়া, প্রাক্তন প্রধান বিচারপতির প্রধানমন্ত্রী হওয়ায় নানা সাংবিধানিক বাধাও রয়েছে। এ সব ভেবেই চর্চায় উঠে এসেছে ঘিসিংয়ের নাম।
