আমুদরিয়া নিউজ: উপরাষ্ট্রপতি নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করল জাতীয় নির্বাচন কমিশন। ৯ সেপ্টেম্বর হতে চলেছে নির্বাচন। শুক্রবার কমিশন জানিয়েছে, ৭ অগস্ট নির্বাচনের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। ২১ অগস্ট পর্যন্ত প্রার্থীরা মনোনয়ন জমা দিতে পারবেন। মনোনয়নপত্র খতিয়ে দেখা হবে ২২ অগস্ট। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ২৫ অগস্ট। যদি সর্বসম্মতিক্রমে কেউ উপরাষ্ট্রপতি হন, তা হলে নির্বাচনের প্রয়োজন পড়বে না। আর যদি একাধিক প্রার্থী মনোনয়ন জমা দেন, সে ক্ষেত্রে নির্বাচন হবে আগামী ৯ সেপ্টেম্বর। সকাল ১০টা বিকেল ৫টা পর্যন্ত ভোট চলবে। ওই দিনই ফলপ্রকাশ করা হবে। গত ২১ জুলাই সন্ধ্যায় শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে আচমকা উপরাষ্ট্রপতি পদ থেকে ইস্তফা দেন জগদীপ ধনখড়। যেহেতু রাজ্যসভার চেয়ারম্যান হিসেবেও তিনি দায়িত্বে ছিলেন, তাই বর্তমানে ওই দায়িত্ব সাময়িকভাবে সামলাচ্ছেন রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান হরিবংশ নারায়ণ সিং।
