আমুদরিয়া নিউজ: জোড়া ভোটার আইডি কার্ড রাখার অভিযোগে বিপাকে পড়লেন বিহারের উপ মুখ্যমন্ত্রী এবং বিজেপি নেতা বিজয় কুমার সিনহা। জানা গিয়েছে, রবিবার নির্বাচন কমিশন তাঁকে নোটিস পাঠিয়েছে। বিজয় কুমার সিনহার কাছে আগামী ১৪ অগস্ট বিকেল ৫টার মধ্যে এ বিষয়ে জবাব চেয়েছে নির্বাচন কমিশন। চিঠিতে কমিশন লিখেছে, এ বছরের বিশেষ এবং নিবিড় সংশোধনের (এসআইআর) সময়ে খসড়া ভোটার তালিকায় দু’জায়গায় দুই পৃথক এপিক নম্বরে তাঁর নাম রয়েছে। একটি বাঁকীপুর বিধানসভা কেন্দ্রে। অন্যটি লখিসরাই বিধানসভা কেন্দ্রে। প্রসঙ্গত, রবিবার সাংবাদিক বৈঠক ডেকে উপমুখ্যমন্ত্রীর নামে দু’টি ভোটার কার্ড থাকার অভিযোগ তুলেছেন তেজস্বী যাদব। একই সঙ্গে কাঠগড়ায় তোলেন কমিশনকেও। তেজস্বীর দাবি, দু’টি পৃথক এপিক নম্বরে উপমুখ্যমন্ত্রীর বয়সও ভিন্ন ভিন্ন দেওয়া রয়েছে। তেজস্বীর অভিযোগের পরে বিজয়কুমার জানান, দু’জায়গায় নাম থাকার বিষয়টি নজরে আসার পরেই বাঁকিপুর থেকে নাম কাটানোর জন্য আবেদন করেছেন তিনি। বিষয়টি নির্বাচন কমিশনের নজরে আসতেই উপ-মুখ্যমন্ত্রী বিজয় কুমার সিনহাকে নোটিশ পাঠাল নির্বাচন কমিশন।
