আমুদরিয়া নিউজ: রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরকে (সিইও) রাজ্য সরকারের অধীন থেকে স্বতন্ত্র করতে চেয়ে মুখ্য সচিবকে চিঠি দিল জাতীয় নির্বাচন কমিশন। চিঠিতে বলা হয়েছে, সিইও-র দফতরের উপর বর্তমানে রাজ্যের অর্থ, স্বরাষ্ট্র এবং পার্বত্য অঞ্চল বিষয়ক দফতরের যে ‘অর্থনৈতিক এবং প্রশাসনিক নিয়ন্ত্রণ’ রয়েছে, তার পরিবর্তন করতে হবে। কারণ, বর্তমান ব্যবস্থায় সিইও দফতরের প্রয়োজনীয় স্বশাসনের ক্ষমতা নেই। পাশাপাশি, রাজ্যের সঙ্গে সম্পর্কহীন সিইও দফতর গড়া এবং পৃথক প্রশিক্ষণ পরিকাঠামোর কথা বলা হয়েছে চিঠিতে। বর্তমানে রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের অধীনে কাজ করে সিইও -র দপ্তর। নির্বাচন কমিশনের ওই ‘নির্দেশ’ কার্যকর করলে মুখ্য নির্বাচনী আধিকারিকের উপর রাজ্য সরকারের আর কোনও নিয়ন্ত্রণ থাকবে না। রাজ্যের উপর তিনি আর্থিকভাবে নির্ভরশীল হবেন না। স্বাধীনভাবে কর্মী নিয়োগের অধিকারও সেক্ষেত্রে থাকবে মুখ্য নির্বাচনী আধিকারিকের হাতেই। ২০২৬ বিধানসভা নির্বাচনের আগে এই নির্দেশ কমিশনের তরফে বড় পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।
