আমুদরিয়া নিউজ: জাতীয় নির্বাচন কমিশনের বড় দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হল ক্রিকেটার রিঙ্কু সিংকে। ভোটারদের মধ্যে গণতান্ত্রিক অধিকার প্রয়োগের ব্যাপারে সচেতনতা বাড়াতে রিঙ্কুকে মুখ করেছিল নির্বাচন কমিশন। সেই তালিকা থেকেই বাদ দেওয়া হয়েছে তাঁকে। সূত্রের খবর, নির্বাচন কমিশনের সমস্ত কার্যালয় থেকে রিঙ্কু সিংহের ছবি সরিয়ে নেওয়ার কথা বলা হয়েছে। এর মধ্যে প্রচারের পোস্টার, ভিডিও, ওয়েবসাইট সমস্ত জায়গা থেকে রিঙ্কু সিংহের ছবি সরানোর নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে, রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত কেউ এরকম প্রচার কর্মসূচির অংশ হতে পারবেন না। রিঙ্কু সরাসরি রাজনীতি না করলেও তাঁর হবু স্ত্রী সাংসদ। গত মাসে রিঙ্কুর সঙ্গে বাগদান হয়েছে সমাজবাদী পার্টির সাংসদ প্রিয়া সরোজের। সেই কারণেই রিঙ্কুকে রাজ্য স্তরের বিশেষ এই পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। যাতে নিরপেক্ষতা বজায় থাকে। রিঙ্কু সিং বা প্রিয়া সরোজ কেউই এখনও পর্যন্ত নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বিষয়ে কোনও প্রতিক্রিয়া জানাননি।