আমুদরিয়া নিউজ: রেশন দুর্নীতি মামলায় রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ও তাঁর ঘনিষ্ঠ সহযোগী আনিসুর রহমান-সহ তিন জনের জামিন খারিজের আর্জি নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। হাইকোর্টের বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে মামলা দায়ের করা হয়েছে। উল্লেখ্য, ২০২৩ সালের ২৭ অক্টোবর তৃণমূল নেতা তথা তৎকালীন বনমন্ত্রী জ্যোতিপ্রিয়কে গ্রেফতার করে ইডি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অভিযোগ, রাজ্যে রেশন বিতরণে ব্যাপক দুর্নীতির সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন জ্যোতিপ্রিয়। চলতি বছরের জানুয়ারিতে আদালতের নির্দেশে তিনি জামিন পান। পরপরই একই মামলায় অভিযুক্ত আনিসুরও জামিনে ছাড়া পান। ইডির আশঙ্কা, জামিনে মুক্তির পর অভিযুক্তরা প্রভাবশালী হওয়ায় তদন্ত প্রক্রিয়ায় প্রভাব ফেলতে পারেন। আদালতে ইডি দাবি করেছে, বাইরে থাকলে তাঁরা সাক্ষীদের ভয় দেখাতে বা প্রমাণ লোপাট করতে পারেন। সেই কারণেই তাঁদের জামিন বাতিলের আর্জি জানানো হয়েছে। আগামী ১২ সেপ্টেম্বর মামলার শুনানির সম্ভাবনা।
