আমুদরিয়া নিউজ: শিল্পপতি অনিল আম্বানির নেতৃত্বাধীন রিলায়েন্স গ্রুপের বিপুল পরিমাণ সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি। দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা অনিল আম্বানি গোষ্ঠীর ৪০টি সম্পত্তি ইডি বাজেয়াপ্ত করেছে বলে সূত্র মারফত জানা গিয়েছে। যার সম্মিলিত মূল্য ৩,০৮৪ কোটি টাকা। প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্টের অধীনে ইডি এই পদক্ষেপ করেছে। বাজেয়াপ্ত করা সম্পত্তির মধ্যে রয়েছে মুম্বইয়ে অবস্থিত আম্বানি পরিবারের পালি হিল রেসিডেন্স এবং দিল্লিতে অবস্থিত রিলায়েন্স সেন্টার প্রপার্টি। এ ছাড়াও দিল্লি, নয়ডা, গাজ়িয়াবাদ, মুম্বই, পুনে, ঠানে, হায়দরাবাদ, চেন্নাই, কাঞ্চিপুরম, ইস্ট গোদাবরীতে অবস্থির অনিল আম্বানি গ্রুপের একাধিক সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানা গিয়েছে। ‘রিলায়্যান্স অনিল ধীরুভাই অম্বানী গ্রুপ’-এর অধীনস্থ বিভিন্ন সংস্থায় আর্থিক দুর্নীতির অভিযোগের তদন্ত চালাচ্ছে ইডি।