আমুদরিয়া নিউজ: বেটিং অ্যাপ মামলায় টিম ইন্ডিয়ার দুই প্রাক্তন তারকা শিখর ধাওয়ান ও সুরেশ রায়নার ১১.১৪ কোটির সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি। ইডি সূত্রে খবর, বাজেয়াপ্ত সম্পত্তির মধ্যে রয়েছে রায়নার নামে ৬.৬৪ কোটি টাকার মিউচুয়াল ফান্ড বিনিয়োগ এবং ধবনের নামে ৪.৫ কোটি টাকার স্থাবর সম্পত্তি। দীর্ঘদিন ধরেই ED নিষিদ্ধ বেটিং অ্যাপের বিরুদ্ধে তদন্ত চালাচ্ছে। এই অ্যাপের প্রচার যারা করছিলেন প্রত্যেককে ডাকা হয়েছিল জিজ্ঞাসাবাদের জন্য। সম্প্রতি ‘ওয়ানএক্স বেট’ অ্যাপটিকে অবৈধ বলে ঘোষণা করেছে কেন্দ্র। অভিযোগ, দুই প্রাক্তন ক্রিকেটার তা সত্ত্বেও ‘ওয়ানএক্স বেট’ নামক ওই অনলাইন বেটিং অ্যাপের প্রচারে অংশ নিয়েছেন। ওই বেটিং অ্যাপের একাধিক বিজ্ঞাপনের সঙ্গে যুক্ত ধাওয়ান ও রায়না। ওয়ানএক্স বেট অ্যাপের প্রচারের জন্য যুবরাজ সিং, রবিন উথাপ্পা, অভিনেতা সোনু সুদ, অভিনেত্রী উর্বশী রাউতেলা, অভিনেত্রী মিমি চক্রবর্তী এবং অভিনেতা অঙ্কুশ হাজরা সহ একাধিক তারকাকে ইডির জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হয়েছে।