আমুদরিয়া নিউজ: অনলাইন বেটিং চক্র চালানোর অভিযোগে ইডির হাতে গ্রেপ্তার হলেন কর্নাটকের কংগ্রেস বিধায়ক কেসি বীরেন্দ্র। শনিবার সিকিমের অনলাইন ও অফলাইন জুয়া মামলায় আর্থিক তছরূপের অভিযোগে তাঁকে গ্রেপ্তার করেছে ইডি। শুক্রবারই গ্যাংটকের ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করানো হয় তাঁকে। ট্রানজ়িট রিমান্ডে তাঁকে কর্নাটকে নিয়ে যাওয়ার আর্জি জানিয়েছে ইডি। তদন্তকারীদের তরফে জানা যাচ্ছে, অভিযুক্ত ওই বিধায়ক কিং ৫৬৭ ও রাজা৫৬৭ নামে দুটি অনলাইন বেটিং প্ল্যার্টফর্ম চালাতেন। বীরেন্দ্র ও তাঁর সহযোগীরা একটি ক্যাসিনো লিজ নেওয়ার জন্য গ্যাংটকে গিয়েছিলেন। তল্লাশি অভিযানে বীরেন্দ্রর ভাই কেসি নাগরাজ ও ছেলে পৃথ্বী এন রাজের একাধিক ঠিকানায় তল্লাশি অভিযান চালিয়ে প্রচুর নথিপত্র বাজেয়াপ্ত করেছে। তদন্তকারী সংস্থার তরফে জানানো হয়েছে, শুক্রবার ওই বিধায়কের সঙ্গে সম্পর্কিত নানা এলাকায় তল্লাশি চালিয়ে ১২ কোটি টাকা নগদ (যার অধিকাংশই ছিল বিদেশি মুদ্রায়), ৬ কোটি টাকার সোনার গয়না, ১০ কেজি রুপোর গয়না এবং চারটি গাড়ি বাজেয়াপ্ত করা হয়।
