আমুদরিয়া নিউজ: বিএলও-দের বার্ষিক ভাতা দ্বিগুণ করল নির্বাচন কমিশন। বর্তমানে বিএলও-দের বার্ষিক ভাতা ৬০০০ টাকা। তা বাড়িয়ে ১২ হাজার টাকা করা হচ্ছে। এছাড়াও, ভোটার তালিকার সংশোধনের জন্য ১,০০০ টাকা থেকে বাড়িয়ে ২,০০০ টাকা করা হয়েছে। বিএলও সুপারভাইসরদের ভাতাও ১২,০০০ টাকা থেকে বাড়িয়ে ১৮,০০০ টাকা করা হয়েছে। এই প্রথমবার ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার এবং অ্যাসিস্ট্যান্ট ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসারদের জন্য সাম্মানিক চালু করেছে কমিশন। তার অঙ্ক যথাক্রমে ২৫ হাজার এবং ৩০ হাজার টাকা।
