আমুদরিয়া নিউজ: ডুরান্ড কাপের দ্বিতীয় ম্যাচেও জয় পেল ইস্টবেঙ্গল। নামধারী স্পোর্টস অ্যাকাডেমিকে ১-০ গোলে হারিয়ে প্রতিযোগিতার নকআউট পর্বে চলে গেল লাল-হলুদ ব্রিগেড। ম্যাচের একমাত্র গোলটি করলেন মরক্কোর জাতীয় দলের ফুটবলার হামিদ আহদাদ। এদিন প্রথম থেকেই আগ্রাসী ফুটবল খেলতে শুরু করেন ইস্টবেঙ্গল ফুটবলারেরা। তবু সাফল্য আসেনি প্রথমার্ধে। দ্বিতীয়ার্ধের শুরু থেকে গোলের জন্য মরিয়া হয়ে ওঠে মশাল বাহিনী। শেষমেশ ৬৭ মিনিটে জয়সূচক গোল করেন হামিদ আহদাদ। এদিন ইস্টবেঙ্গলের জার্সিতে প্রথম ম্যাচ খেলতে নামলেন মরক্কোর এই ফুটবলার। পরিবর্ত হিসেবে নামানো হয় এই নতুন বিদেশি স্ট্রাইকারকে। অভিষেকেই গোল করে জেতালেন ইস্টবেঙ্গলকে।