আমুদরিয়া নিউজ: কল্যাণীতে কলকাতা লিগের ডার্বিতে শেষ হাসি হাসল ইস্টবেঙ্গল। রুদ্ধশ্বাস লড়াইয়ে মরশুমের প্রথম ডার্বি তারা জিতল ৩-২ গোলে। দু’গোলে পিছিয়ে পড়ে সমতা ফেরালেও জিততে পারল না সবুজ-মেরুন। ইস্টবেঙ্গলের হয়ে গোল করেছেন জেসিন টিকে, সায়ন বন্দ্যোপাধ্যায় এবং ডেভিড লালানসাঙ্গা। মোহনবাগানের দু’টি গোল লিয়ন কাস্টানহা এবং কিয়ান নাসিরির। এদিন ম্যাচ শুরুর ৯ মিনিটেই জেসন টিকের গোলে এগিয়ে যায় ইস্টবেঙ্গল। প্রথমার্ধের সংযুক্তি সময়ে (৪৫+৭) মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন সায়ন বন্দ্যোপাধ্যায়। দুই গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় ইস্টবেঙ্গল। দ্বিতীয়ার্ধের ৫৫ মিনিটে লিওয়ান কাস্তানার গোলে ব্যবধান কমায় মেরিনার্স। ৬৭ মিনিটে গোল করে বাগানকে সমতায় ফেরান কিয়ান নাসিরি। কিয়ানের গোলের দু’মিনিট পরই ডেভিডের গোলে ৩-২ ব্যবধানে এগিয়ে যায় ইস্টবেঙ্গল। এরপর কোনও পক্ষই আর গোল করতে পারেনি।