আমুদরিয়া নিউজ: ৫.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান। শুক্রবার বিকেল ৫টা ৪৫ মিনিটে আফগানিস্তান-তাজিকিস্তান সীমান্তে কম্পন অনুভূত হয়। উৎসস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে। জানা যাচ্ছে, ভূমিকম্পের প্রভাব পড়েছে জম্মু ও কাশ্মীরের বিস্তীর্ণ অংশেও। তবে ঘটনায় এখনও পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতির খবর মেলেনি। তবে হঠাৎ কম্পনের ফলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। উল্লেখ্য, এর আগে সেপ্টেম্বরেও আফগানিস্তানে ৬.৩ মাত্রার কম্পন অনুভূত হয়েছিল। সেই সময় মৃত্যু হয়েছিল দু’হাজারেরও বেশি মানুষের।
