আমুদরিয়া নিউজ: দুর্গাপুরকাণ্ডে গ্রেফতার হলেন নির্যাতিতার সহপাঠীও। মঙ্গলবার তাঁকে গ্রেপ্তার করেছে দুর্গাপুর পুলিশ। গত শুক্রবার রাতে দুর্গাপুরের বেসরকারি মেডিক্যাল কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী গণধর্ষণের শিকার হন বলে অভিযোগ। ঘটনার দিন সহপাঠীর সঙ্গেই নির্যাতিতা কলেজ ক্যাম্পাসের বাইরে বের হন। তদন্তে নেমে নির্যাতিতার সহপাঠীকে আটক করে পুলিশ। তাঁকে লাগাতার জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল। তাঁর বয়ানে একাধিক অসঙ্গতি ধরা পড়ায় অবশেষে তাঁকে গ্রেপ্তার করল পুলিশ। এই ঘটনায় আগেই ৫ অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছিল। এই নিয়ে ধৃত বেড়ে হল ৬।
