আমুদরিয়া নিউজ: প্রথম মহিলা রাষ্ট্রপতি হিসাবে কেরলের ঐতিহাসিক শবরীমালা মন্দিরে পুজো দিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। বুধবার শবরীমালার সব রীতি মেনেই পুজো দেন দ্রৌপদী মুর্মু। পম্পা নদীতে পা ধুয়ে গণপতির মন্দিরে পুজো দিয়ে যাত্রা শুরু করেন। তাঁর পরনে ছিল কালো শাড়ি। মাথায় ছিল ইরুমুণ্ডি (অর্ঘ্য)। এর পরে বিশেষ গাড়িতে চেপে মন্দিরে পৌঁছোন তিনি। সেখানে তাঁকে স্বাগত জানান মন্দিরের প্রধান পুরোহিত। তার পরে ১৮টি সিঁড়ি পেরিয়ে রাষ্ট্রপতি পৌঁছোন মন্দিরে। পাহাড়ের মাথায় শবরীমালা মন্দিরে পূজিত হন ঈশ্বর আয়াপ্পা। তিনি ব্রহ্মচারী। আগে এই মন্দিরে রজঃস্বলা মহিলারা (১০ থেকে ৫০ বছর বয়সি) প্রবেশ করতে পারতেন না। ২০১৮ সালে সুপ্রিম কোর্ট এই বিধিকে অসাংবিধানিক আখ্যা দিয়ে সব বয়সের মহিলাদের প্রবেশাধিকার দেয়। এর আগে ১৯৭০-এর দশকে প্রাক্তন রাষ্ট্রপতি ভি ভি গিরি এই মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন। সে দিক থেকে, দ্রৌপদী দেশের দ্বিতীয় রাষ্ট্রপতি, যিনি শবরীমালায় গেলেন।