আমুদরিয়া নিউজ : সামরিক ঘাঁটিতে ড্রোন হামলায় চার জন সেনার মৃত্যু হয়েছে। ওই হামলায় ৬০ জনের বেশি সৈন্য আহত হয়েছে। হাইফা শহরের বিশ মাইল দক্ষিণের বিনিয়ামিনা সংলগ্ন একটি ঘাঁটিতে ওই হামলায় আরও সাতজন সেনা গুরুতর আহত হয়েছে বলেও জানা গেছে।
হিজবুল্লাহ এই হামলার দায় স্বীকার করেছে। তারা আইডিএফ এর গোলানি ব্রিগেড এলাকার একটি প্রশিক্ষণ ক্যাম্প লক্ষ্য করে হামলাটি করা হয়েছে বলে দাবি করেছে। তেল আভিভ আমুদরিয়া নিউজ ও হাইফার মাঝামাঝি এলাকায়। সশস্ত্র গোষ্ঠীটির মিডিয়া অফিস জানিয়েছে বৃহস্পতিবার বেইরুট ও লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি হামলার জবাবে তারা এই হামলা চালিয়েছে। তাদের দাবি তারা ইসরায়েলের উত্তরাঞ্চলে ক্যাম্পটিকে টার্গেট করে তারা ঝাঁকে ঝাঁকে ড্রোন ব্যবহার করেছে।