আমুদরিয়া নিউজ: পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে এ বার গ্রেফতার রাজস্থানের এক যুবক। ধৃতের নাম মহেন্দ্র প্রসাদ। ভারতীয় প্রতিরক্ষা গবেষণা এবং উন্নয়ন সংস্থার (ডিআরডিও) জয়সলমেরের অতিথিশালার (গেস্ট হাউস) ম্যানেজার হিসাবে কাজ করতেন মহেন্দ্র। মঙ্গলবার তাকে গ্রেফতার করেছে সিআইডি। অভিযোগ, পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের সঙ্গে নিয়মিত যোগ ছিল তাঁর। শুধু তা-ই নয়, ভারতের প্রতিরক্ষা সংক্রান্ত কাজের বিভিন্ন সংবেদনশীল তথ্যও আইএসআইয়ের হাতে তুলে দিয়েছেন। এমনকি ডিআরডিও বিজ্ঞানীদের গতিবিধি, গবেষণা ও সেখানে আসা ভারতীয় সেনা অফিসারদের নাম ইত্যাদি গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস করে দিয়েছেন তিনি, অভিযোগ এমনটাই। মহেন্দ্র আদতে উত্তরাখণ্ডের আলমোড়ার পালিয়ুনের বাসিন্দা। তদন্তে জানা গিয়েছে, সমাজমাধ্যমে পাকিস্তানি গোয়েন্দা সংস্থার সঙ্গে যোগাযোগ ছিল মহেন্দ্রর। তবে তাঁকে কে গুপ্তচরবৃত্তির কাজে লাগিয়েছিলেন তা এখনও পর্যন্ত স্পষ্ট নয়। অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করে এখনও পর্যন্ত কী কী গোপন তথ্য তিনি পাচার করেছেন, তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা।