আমুদারিয়া নিউজ: দিল্লির লালকেল্লার পার্কিং লটে গাড়ির ভিতরেই বিস্ফোরক তৈরি করেছিলেন ডাঃ উমর। তদন্তে উঠে এসেছে এমনই চাঞ্চল্যকর তথ্য। পুলিশ জানাচ্ছে, উমর তাঁর হুন্ডাই আই টোয়েন্টি গাড়ির বনেটে শক্তিশালী বিস্ফোরক মিশ্রণ ও ডিটোনেটর লুকিয়ে রেখেছিলেন। ঘটনার দিন তিনি প্রায় তিন ঘণ্টা গাড়িটি পার্কিং এলাকায় রেখে দেন। এর পরই হঠাৎ বিস্ফোরণ ঘটে এবং লালকেল্লা পুলিশ পোস্টের কাছে গাড়িটি আগুন ধরে ধ্বংস হয়ে যায়। তদন্তকারীদের অনুমান, উমর পরিকল্পনা খুবই সুচিন্তিত ছিল এবং ঘটনাটি সম্ভাব্য আত্মঘাতী হামলার অংশ হতে পারে। বিস্ফোরণের ধরণ, ব্যবহৃত রাসায়নিক এবং গাড়ির ভিতরে থাকা অংশবিশেষ দেখে সেই ইঙ্গিতই মিলছে। তবে এখনো পুরো উদ্দেশ্য স্পষ্ট নয়। পুলিশ সন্দেহ করছে, উমরের সঙ্গে আরও কেউ যুক্ত থাকতে পারে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে এবং তাঁর যোগাযোগ ও চলাফেরা খুঁটিয়ে তদন্ত করছে বিশেষ দল।