আমুদরিয়া নিউজ: আইনশৃঙ্খলার অবনতির অভিযোগে স্থানীয় পুলিশের ক্ষমতা কেড়ে ওয়াশিংটনে ন্যাশনাল গার্ড নামানোর সিদ্ধান্ত নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার হোয়াইট হাউসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ট্রাম্প বলেন, “আমি ওয়াশিংটনে ন্যাশনাল গার্ড নামানোর সিদ্ধান্ত নিয়েছি। কারণ, রাজ্যটি সমাজবিরোধী এবং দুষ্কৃতীদের আঁতুড়ঘর হয়ে উঠেছে। নিরাপত্তাহীনতায় ভুগছে সাধারণ মানুষ। তাই আইনশৃঙ্খলার ফেরানোর লক্ষ্যেই এই সিদ্ধান্ত।” মার্কিন প্রেসিডেন্ট জানিয়েছেন, প্রাথমিকভাবে ওয়াশিংটনে ৮০০ ন্যাশনাল গার্ড মোতায়েন করা হবে। সূত্রের খবর, আগামী সপ্তাহের মধ্যেই রাজধানীর দখল নেবে ন্যাশনাল গার্ড। যদিও ট্রাম্পের এই দাবি উড়িয়ে দিয়েছেন ওয়াশিংটনের মেয়র মুরিয়েল বাউসার। তাঁর বক্তব্য, রাজ্যে অপরাধের হার আগের থেকে অনেকটাই কমেছে।
