আমুদরিয়া নিউজ: চিনের সমস্ত পণ্যের উপর আচমকা ১০০ শতাংশ শুল্ক চাপালেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার সমাজমাধ্যমে তিনি এ কথা ঘোষণা করেছেন। বর্তমানে যে শুল্ক ধার্য করা আছে, নতুন শুল্ক তার উপর চাপাচ্ছে আমেরিকা। ১ নভেম্বর থেকেই এই শুল্ক আরোপ করা হবে। বর্তমানে চিনের উপর মার্কিন শুল্কের পরিমাণ ৩০ শতাংশ। আবার, মার্কিন পণ্যের উপর চিন নেয় ১০ শতাংশ শুল্ক। ট্রাম্পের শনিবারের ঘোষণার পর চিনা পণ্যে মার্কিন শুল্কের পরিমাণ দাঁড়াচ্ছে ১৩০ শতাংশে। কেন হঠাৎই এমন সিদ্ধান্ত নিলেন ট্রাম্প? সর্বভারতীয় সংবাদমাধ্যমের সূত্রের দাবি, বিরল খনিজের রফতানি নিয়ন্ত্রণ করতে চলেছে বেজিং। এতেই চটেছেন ট্রাম্প। বিরল খনিজের ভান্ডারে চিন যথেষ্ট সমৃদ্ধ। সারা পৃথিবীতে এই খনিজের চাহিদা প্রচুর। স্মার্টফোন থেকে বৈদ্যুতিক গাড়ি, যন্ত্রপাতি, সামরিক সরঞ্জাম— বিবিধ ক্ষেত্রে বিরল খনিজ প্রয়োজন হয়। তার রফতানিতে রাশ টানায় ক্ষুব্ধ ট্রাম্প।
