আমুদরিয়া নিউজ: রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নাকি সকালে ভালো ভালো কথা বলেন আর সন্ধায় বোমা ফেলেন। এমনই কটাক্ষ ছুঁড়লেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প দ্বিতীয় বার আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার পর রুশ-ইউক্রেন যুদ্ধ নিয়ে এখনও পর্যন্ত তাঁর সঙ্গে পুতিনের ছ’বার সরাসরি কথা হয়েছে। তবে রফাসূত্র মেলেনি। ২০২২ সালের ফেব্রুয়ারি মাস থেকে চলা যুদ্ধ থামানো যায়নি। সেই কারণে একাধিক বার পুতিনের উপর ক্ষোভ উগরে দিয়েছেন ট্রাম্প। এ বার ‘আত্মরক্ষার জন্য’ ইউক্রেনে প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র পাঠাবে যুক্তরাষ্ট্র। রোববার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ কথা জানিয়েছেন। তবে তার বিনিময়ে সমরাস্ত্র বাবদ পুরো টাকাই নেবে আমেরিকা। তবে ইউক্রেনকে ঠিক কতগুলি ‘প্যাট্রিয়ট’ আমেরিকা দিচ্ছে, তা স্পষ্ট করেননি মার্কিন প্রেসিডেন্ট বা পেন্টাগন।
