আমুদরিয়া নিউজ: এবার কানাডার পণ্যে চড়া শুল্ক আরোপ করার কথা ঘোষণা করলেন ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট জানিয়েছেন, কানাডার সমস্ত পণ্যের উপর ৩৫ শতাংশ শুল্ক আরোপ করা হচ্ছে। আগামী ১ অগস্ট থেকেই নয়া শুল্কনীতি কার্যকর হয়ে যাবে বলে জানিয়েছেন তিনি। নিজস্ব সোশাল মিডিয়া প্ল্যাটফর্মে মার্কিন প্রেসিডেন্ট লেখেন, ‘একাধিক গুরুত্বপূর্ণ ইস্যুতে আমেরিকার সঙ্গে সহযোগিতার পথ থেকে সরে এসেছে কানাডা। তাই সেদেশের পণ্যের উপর ৩৫ শতাংশ শুল্ক চাপানো হল। এর পালটা দিতে যতটা কর বাড়াবে কানাডা, ততটা কর পালটা চাপাবে আমেরিকাও।’ গত দু’দিনে প্রায় ২৫টি দেশকে শুল্ক-চিঠি পাঠিয়েছেন ট্রাম্প। তবে এখনও অনেক দেশকে চিঠি পাঠানো হয়নি। ট্রাম্প জানিয়েছেন, বাকি এই দেশগুলির পণ্যের উপর ১৫ অথবা ২০ শতাংশ শুল্ক চাপতে পারে।
