আমুদরিয়া নিউজ: স্বাক্ষর হল আমেরিকা-জাপান বাণিজ্য চুক্তি। মঙ্গলবার নিজের ‘ট্রুথ সোশ্যাল’-এর পোস্টে এমনটাই ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। লেখেন, ‘জাপানের সঙ্গে আমেরিকা বাণিজ্যচুক্তি সেরে ফেলেছে। এখনও পর্যন্ত যে যে দেশের সঙ্গে আমরা বাণিজ্যচুক্তি করেছি, তার মধ্যে এটি বহত্তম। জাপান ৫৫ হাজার কোটি ডলার আমেরিকায় বিনিয়োগ করবে। অন্যদিকে, আমেরিকা প্রায় ৯০ শতাংশ মুনাফা লাভ করবে।’ এই চুক্তির ফলে লক্ষ্য লক্ষ্য কর্মসংস্থান সৃষ্টি হবে বলেও দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট। তবে একইসঙ্গে তিনি জানিয়েছেন, জাপানের পণ্যের উপর ১৫ শতাংশ আমদানি শুল্ক আরোপ করবে আমেরিকা। যদিও জাপানের তরফে সরকারি ভাবে এই চুক্তির ব্যাপারে কিছু জানানো হয়নি।
