আমুদরিয়া নিউজ: যতদিন না শুল্ক সমস্যার সমাধান হয় ততদিন পর্যন্ত ভারতের সঙ্গে কোনও বাণিজ্য আলোচনা হবে না। সাফ জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার মার্কিন প্রেসিডেন্ট জানান, ভারতের উপর আরও ২৫ শতাংশ শুল্ক চাপানো হল। অর্থাৎ এবার ভারতীয় পণ্যের উপর মোট ৫০ শতাংশ শুল্ক চাপাবে আমেরিকা। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার ট্রাম্পকে জিজ্ঞাসা করা হয়, “ভারতের উপর ৫০ শতাংশ শুল্ক চাপানো হয়েছে। এরপরে কি আপনি আশা করেন যে ভারতের সঙ্গে বাণিজ্য সংক্রান্ত আলোচনা আরও বাড়বে?” ট্রাম্পের জবাব, যতদিন না এই সমস্যা মিটছে ততদিন আলোচনা হবে না। প্রসঙ্গত, দীর্ঘদিন ধরেই বাণিজ্য চুক্তি নিয়ে ভারত আমেরিকা আলোচনা চলছে। কিন্তু তা এখনও ফলপ্রসূ হয়নি।
