আমুদরিয়া নিউজ: খুব শীঘ্রই ‘ব্রিকস্’-এর সদস্য দেশগুলিকে ১০ শতাংশ শুল্ক দিতে হবে! ফের হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার সাংবাদিকদের তিনি বলেন, ‘‘যদি ওরা ব্রিকস্-এ থাকে তবে অবশ্যই তাদের ১০ শতাংশ শুল্ক দিতে হবে। আমাদের ক্ষতি করা, ডলারের অবক্ষয় ঘটানোর জন্য ব্রিকস্ তৈরি হয়েছিল।’’ তার পরেই মার্কিন প্রেসিডেন্টের হুঁশিয়ারি, ‘‘যদি তারা (ব্রিকস্ সদস্যেরা) সেই খেলা খেলতে চায়, আমিও খেলতে প্রস্তুত! কেউ যদি ডলারের চ্যালেঞ্জ করতে চায়, তবে তাদের মূল্য চোকাতে হবে।’’ প্রসঙ্গত, ‘ব্রিকস্’-এর অন্যতম সদস্য ভারত। ভারতের সঙ্গে বাণিজ্যচুক্তি নিয়ে আলোচনা চলছে আমেরিকার। যদিও তা চূড়ান্ত নয়। যদিও ট্রাম্প আশাবাদী, খুব তাড়াতাড়ি এই নিয়ে ঘোষণা হয়ে যাবে। বাণিজ্যচুক্তি হলেও কি ভারতকে ১০ শতাংশ শুল্ক গুনতে হবে না কি অন্যপথে হবে সমাধান? সেই প্রশ্নই ঘুরছে সব মহলে।
