আমুদরিয়া নিউজ: মঙ্গলবার রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় বক্তব্য পেশ করতে আন্তর্জাতিক ওই সংগঠনের নিউ ইয়র্কের সদর দফতরে গিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেখানে তিন তিনটি বিপত্তির মুখে পড়তে হয় ট্রাম্পকে। জানা গিয়েছে, সভাস্থলে বক্তৃতা দিতে যাওয়ার জন্য চলমান সিঁড়িতে পা রেখেছিলেন সস্ত্রীক মার্কিন প্রেসিডেন্ট। তৎক্ষণাৎ বন্ধ হয়ে যায় সেটি। বাধ্য হয়ে হেঁটেই উপরে যান তাঁরা। এরপর ভাষণ শুরু হতেই হঠাৎ যান্ত্রিক ত্রুটি দেখা যায় টেলিপ্রম্পটারে। এই অবস্থায় পকেট থেকে চিরকুট বের করে নিজের ভাষণ চালিয়ে যেতে হয় তাঁকে। সব শেষে ট্রাম্প কাঠগড়ায় দাঁড় করিয়েছেন, রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভার ‘সাউন্ড সিস্টেম’কে। মার্কিন প্রেসিডেন্টের দাবি, সাউন্ড সিস্টেমে ত্রুটি থাকায় বক্তৃতা শুনতে বেগ পেতে হয়েছে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের। এই সবগুলিকে তাঁর বিরুদ্ধে অন্তর্ঘাত হিসাবেই দেখছেন মার্কিন প্রেসিডেন্ট। তাই আমেরিকার গোয়েন্দা শাখা (সিক্রেট সার্ভিস)-কে এই বিষয়ে তদন্তের নির্দেশ দিলেন তিনি। ট্রাম্প জানিয়েছেন, তিনটি ঘটনাতেই উপযুক্ত তদন্ত চেয়ে রাষ্ট্রপুঞ্জের মহাসচিব আন্তোনিয়ো গুতেরেসকে একটি চিঠি পাঠাচ্ছেন তিনি।
