আমুদরিয়া নিউজ: ভারতে আমেরিকার নতুন রাষ্ট্রদূত হিসেবে সের্জিয়ো গোরকে নিয়োগ করলেন ডোনাল্ড ট্রাম্প। সেই সঙ্গে তাঁকে বাড়তি দায়িত্ব দেওয়া হচ্ছে দক্ষিণ এবং মধ্যে এশিয়ায়। সেখানে তিনি প্রেসিডেন্টের বিশেষ দূত হিসাবে কাজ করবেন। সমাজমাধ্যমে ট্রাম্প এই ঘোষণা করে লিখেছেন, “ভারতে পরবর্তী মার্কিন রাষ্ট্রদূত হিসাবে আমি সার্জিয়ো গোরকে নিয়োগ করছি। সেই সঙ্গে দক্ষিণ এবং মধ্য এশিয়ায় বিশেষ দূত হিসাবে কাজ করবেন তিনি। প্রেসিডেন্সিয়াল পার্সোনেলের ডিরেক্টর হিসাবে সার্জিয়ো এবং তাঁর দলের সদস্যরা রেকর্ড সময়ের মধ্যে ফেডেরাল গভর্নমেন্টের বিভিন্ন দপ্তরে প্রায় চার হাজার জনকে নিয়োগ করেছেন। ভারতের মার্কিন রাষ্ট্রদূত হিসাবে কাজ শুরুর আগে পর্যন্ত সার্জিয়ো হোয়াইট হাউসে তাঁর বর্তমান দায়িত্বে থাকবেন।” দায়িত্ব পেয়ে এক্স হ্যান্ডেলে গোর লেখেন, ‘এই দায়িত্ব আমার জীবনের সবথেকে বড় সম্মান।” প্রসঙ্গত, সার্জিও বরাবরই ট্রাম্প ‘ঘনিষ্ঠ’ হিসেবে পরিচিত। ট্রাম্পের সঙ্গে বচসার পর মার্কিন ধনকুবের ইলন মাস্ক যখন হোয়াইট হাউসের পদ ছেড়ে দিয়েছিলেন, তখন সার্জিয়োকে তিনি ‘সাপ’ বলে উল্লেখ করেছিলেন।
