আমুদরিয়া নিউজ : বিপুল ভোটে জোহরান মামদানির জয়ের পরে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষোভ প্রকাশ করেছিলেন। তিনি ওই জনতার রায় মানতে পারেননি বলে খোলাখুলি বলেছিলেন। কিন্তু, গণতন্ত্রে আমজনতার রায়ই শেষ কথা সেটা ডোনাল্ড ট্রাম্প জানেন। তাই শুক্রবার আমেরিকার হোয়াইট হাউসে নিউইয়র্কের সদ্য নিবার্চিত মেয়র মামদানি দেখা করতে গেলে তাঁকে পাশে রেখে ভূয়ষী প্রশংসা করেন। নিউইয়র্কবাসী একজন দুর্দান্ত মেয়র পাচ্ছেন বলেও দাবি করেন তিনি।
ভোটের আগে অথবা ভোটে জেতার পরে মামদানিও ডোনাল্ড ট্রাম্পের কড়া সমালোচনা করেছেন। ফ্যাসিস্ট অবধি বলে কটাক্ষ করেছেন ট্রাম্পকে। এদিন সেই প্রশ্নে মামদানি কোনও মন্তব্য করেননি। তবে ডোনাল্ড ট্রাম্প ঠাট্ঠা করে বলে দেন, বলার সময়ে ওরকম বলতে হয়।
ঘটনা হল, আমেরিকার দুই প্রজন্মের প্রতিনিধি হলেন ট্রাম্প ও মামদানি। দুজনেক মতে নানা অমিল থাকলেও নিউইয়র্কের উন্নয়নের জন্য যে একসঙ্গে কাজ করবেন আপাতত সেই ইঙ্গিত মিলল। ভবিষ্যতে কি হয় তা সময়ই বলবে।
Leave a Comment