আমুদরিয়া নিউজ: ভারত-পাকিস্তানের পর এবার আর্মেনিয়া এবং আজারবাইজানের সংঘাত থামানোর কৃতিত্ব দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প জানিয়েছেন, শুক্রবার আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনইয়ান এবং আজ়ারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম অলিয়েভ হোয়াইট হাউসে যাবেন। তার পর ট্রাম্পের মধ্যস্থতায় ওই দু’জন ‘ঐতিহাসিক শান্তিচুক্তি’তে স্বাক্ষর করবেন। সমাজমাধ্যমে ট্রাম্প লেখেন, “এই দুই দেশ বহু বছর ধরে যুদ্ধ করছে। এর ফলে বহু মানুষের মৃত্যু হয়েছে। যুদ্ধ থামানোর জন্য বহু নেতা চেষ্টা করেছেন। কিন্তু তাঁরা এখনও পর্যন্ত কোনও সাফল্য পাননি। তার পর আমার প্রশাসন দু’পক্ষের সঙ্গে যোগাযোগ করে। দুই দেশের রাষ্ট্রপ্রধানকে ধন্যবাদ। তাঁরা সাহসিকতার সঙ্গে সঠিক কাজ করছেন।” নাগোর্নো-কারাবাখ অঞ্চল নিয়ে গত কয়েক দশক ধরে যুদ্ধে লিপ্ত আজারবাইজান এবং আর্মেনিয়া। আমেরিকা, রাশিয়া এবং ফ্রান্স বহুবার সংঘর্ষবিরতির চেষ্টা করলেও সাফল্য আসেনি।
