আমুদরিয়া নিউজ: গত সাত মাসে তিনি সাতটি যুদ্ধ থামিয়েছেন এবং তার মধ্যে অবশ্যই রয়েছে ভারত-পাকিস্তান সংঘাত। মঙ্গলবার রাষ্ট্রসংঘের ৮০তম অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প বলেন, “আমি মোট ৭টি যুদ্ধ থামিয়েছি। অনেকে বলেছিলেন এগুলি অপ্রতিরোধ্য। কিছু কিছু যুদ্ধ ৩১ বছর ধরে চলেছিল। একটি চলছিল ৩৬ বছর ধরে। সবকটি যুদ্ধই ভয়াবহ ছিল। হাজার হাজার মানুষের মৃত্যু হয়েছে। কোনও নেতাই এগুলি থামানোর প্রচেষ্টা করেননি।” ভাষণে জাতিসংঘের ভূমিকা নিয়েও কটাক্ষ করেছেন ট্রাম্প। তাঁর বক্তব্য, “রাষ্ট্রসংঘ চেষ্টা করেইনি এই যুদ্ধগুলিকে থামাতে। নিজেদের ক্ষমতা অনুযায়ী কোনও কাজ তারা করছে না। ফাঁকা কথা বলে যুদ্ধ থামানো যায় না।” ভারত-পাকিস্তান ছাড়াও মার্কিন প্রেসিডেন্ট যে যুদ্ধগুলির উল্লেখ করেছেন সেগুলি হল – থাইল্যান্ড-কম্বোডিয়া, আর্মেনিয়া-আজারবাইজান, কসোভো-সার্বিয়া, ইজরায়েল-ইরান, মিশর-ইথিওপিয়া এবং রাওয়ান্ডা-কঙ্গো।
