আমুদরিয়া নিউজ: মিশরে গাজা শান্তি সম্মেলনে ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির রূপের প্রশংসা শোনা গেল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মুখে। সোমবার মিশরে গাজ়া সংক্রান্ত শান্তি সম্মেলনে বক্তৃতা করছিলেন মার্কিন প্রেসিডেন্ট। পিছনে দাঁড়়িয়েছিলেন বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানেরা। সেই তালিকায় একমাত্র মহিলা সদস্যের নাম জর্জিয়া মেলোনি। হঠাৎই মেলোনির দিকে ঘুরে ট্রাম্প বলেন, “সুন্দরী বললে আপনি নিশ্চয়ই রাগ করবেন না? কারণ আপনি ঠিক তাই।” ট্রাম্প বলেন, “আমার এটা বলার অনুমতি নেই, বললে পলিটিক্যাল কেরিয়ার শেষ হয়ে যাবে। আদতে উনি একজন সুন্দরী মহিলা।” মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, “আমেরিকায় কোনও মহিলাকে সুন্দরী বললে রাজনৈতির কেরিয়ার শেষ হয়ে যায়। তবুও আমি একটা চান্স নিচ্ছি।” ট্রাম্পের প্রশংসা শুনে হাসতে দেখা যায় ইটালির প্রধানমন্ত্রীকে। ট্রাম্প আরও বলেন, “মেলোনি একজন অসাধারণ নেত্রী। খুবই সফল একজন রাজনীতিক।”
