আমুদরিয়া নিউজ: এ বার ওষুধের উপরও শুল্ক চাপালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ১ অক্টোবর থেকে আমেরিকায় আমদানি হওয়া সমস্ত ওষুধের উপর ১০০ শতাংশ শুল্ক কার্যকর হবে। বৃহস্পতিবার ট্রুথ সোশালে একথা জানিয়েছেন ট্রাম্প লিখেছেন ওষুধ প্রস্তুতকারী বা বিপণনকারী সংস্থা যদি আমেরিকায় কারখানা তৈরি করে, তবে কোনও শুল্ক দিতে হবে না। এই সিদ্ধান্তের ব্যাখ্যা দিয়ে ট্রাম্প জানিয়েছেন, অন্য দেশে তৈরি হওয়া পণ্য আমেরিকার বাজারে ছেয়ে যাচ্ছে। তাই জাতীয় সুরক্ষার স্বার্থেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। ওষুধের উপর ১০০ শতাংশ শুল্ক বসায় বড়সড় সমস্যায় পড়বেন ভারতের ওষুধ রপ্তানিকারীরা। ২০২৪ সালে মার্কিন মুলুকে ৩১,৬২৬ কোটি টাকার ওষুধ রফতানি করেছিল ভারতের ওষুধ প্রস্তুতকারক সংস্থাগুলি। ২০২৫-এর প্রথম ছ’মাসেই রফতানি করা ওষুধের অর্থমূল্য ৩২,৫০৫ কোটি টাকা। কেবন ওষুধ নয় গৃহস্থালির নানা সামগ্রীর উপর ৫০ শতাংশ, আসবাবের উপর ৩০ শতাংশ এবং মালবাহী ট্রাকের উপর ২৫ শতাংশ শুল্কের ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট।
