আমুদরিয়া নিউজ : সাজাপ্রাপ্ত যৌন অপরাধী জেফ্রি এপস্টেইনের আরও নথি প্রকাশে বাধ্যতামূলক করার জন্য বিল সই করলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এপস্টেইন ছিলেন একজন সাজাপ্রাপ্ত যৌন অপরাধী। ২০১৯ সালে জেলে তর মৃত্যু হয়। এপস্টেইনের কিছু নথি বাইরে এসেছে। তাতে ডোনাল্ড ট্রাম্পকে তিনি চেনেন বলে উল্লেখ রয়েছে। অভিযোগ, এর পরে আরও নথি প্রকাশে ট্রাম্প সায় দেননি প্রথমে। পরে তিনি সায় দিয়েছেন। এ সব নথির মধ্যে ২০১৮ সালের কিছু লেখায় এপস্টেইন ট্রাম্প সম্পর্কে লিখেছিলেন, তিনি তাকে নামিয়ে দিতে পারেন এবং তিনি জানেন ডোনাল্ড কতটা নোংরা।