আমুদরিয়া নিউজ: ভারত ও পাকিস্তানের মধ্যে যে সামরিক সংঘাত শুরু হয়েছিল, তা বন্ধ করার কৃতিত্ব আগাগোড়াই দাবি করে আসছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও সেই দাবি বারবার খারিজ করেছে ভারত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও স্পষ্ট বলেছেন, ভারত-পাক সংঘর্ষবিরতিতে কোনও তৃতীয় পক্ষের হস্তক্ষেপ ছিল না। বুধবার টেলিফোনে কথা হয় দুই রাষ্ট্রনেতার। সেই সময়ও প্রধানমন্ত্রী মোদি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ভারত কারও মধ্যস্থতা মেনে নেবে না। পাকিস্তানের সঙ্গে ভারতের সংঘর্ষবিরতি নিয়ে আলোচনাও হয়েছে ইসলামাবাদের অনুরোধেই। কিন্তু তা সত্ত্বেও ফের একই দাবি করে বসলেন ট্রাম্প। বুধবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে ট্রাম্প বলেন, “ভারত আর পাকিস্তানের মধ্যে যুদ্ধটা আমি থামিয়ে দিয়েছি। আসলে পাকিস্তানকে খুব ভালোবাসি।” সঙ্গে আরও বলেন, “মোদি দারুণ মানুষ। কাল রাতেই ওর সঙ্গে কথা হয়েছে। আমরা ভারতের সঙ্গে একটা বাণিজ্য চুক্তি করতে চলেছি। কিন্তু ভারত এবং পাকিস্তানের মধ্যে যুদ্ধ আমিই থামিয়েছি। এর জন্য আমি কোনও গল্প লিখিনি।”
