আমুদরিয়া নিউজ: অস্ত্রোপচার চলাকালীন ওটির সিলিং ভেঙে সোজা নার্সের ঘাড়ে পড়ল কুকুর! ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের ধানবাদ রেলওয়ে হাসপাতালে। গত মঙ্গলবার সকালে অর্থোপেডিক বিভাগের এক রোগীর অস্ত্রোপচার চলছিল। হঠাতই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে অপারেশন থিয়েটারের ফলস সিলিং। এক নার্সের ঘাড়ের উপরে পড়ে একটি পথ কুকুর। ঘটনায় আহত হন ওই নার্স। বাধ্য হয়ে সঙ্গে সঙ্গে অস্ত্রোপচার বন্ধ করে দেওয়া হয়। তড়িঘড়ি রোগীকে অন্য ওটিতে স্থানান্তর করা হয়। কিন্তু কীভাবে ঘটল এমন ঘটনা? হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, প্রবল বৃষ্টি থেকে বাঁচতে হাসপাতালের ছাদে ওঠা কুকুরটি ফলস সিলিংয়ের খাঁজে ঢুকে গিয়েছিল। সিলিংটি তাঁর ভার সহ্য করতে না পেরে ভেঙে পড়ে। এমন ঘটনায় হাসপাতালের রক্ষণাবেক্ষণ ও নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।